শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। রবিবার দুপুরে বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ে দিবসটি উদযাপন উলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে নিরাপদ পরিবেশ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রত্যেক শ্রেণী থেকে ১ম, ২য় ও ৩য় প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।
চিত্রাংকন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিদ্যালয়ের সভাপতি নূর ইসলাম চৌধুরী, উপজেলা উইন্স ফ্যাসিলেটর রতন মানখিন, সহকারী শিক্ষক ইজ্জত আলী ও মীর নূর ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রীবরদী উপজেলার তাতিহাটি আইডিয়াল স্কুল, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতিয় কন্যা শিশু দিবস যথাযথভাবে পালন করা হয়েছে।