শ্রীবরদীতে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

 

স্টাফ রিপোর্টার:
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সারা দেশের সাথে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রূপকল্প ২০২১ ও ২০৪১ এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ ২০৪১ অর্জন এবং বাস্তবায়নের সাথে জনগণকে সম্পৃক্তকরণ এমডিজি অর্জনে সরকারের সাফল্য এবং এসডিজি সম্পর্কে ধারণা দেয়াসহ লক্ষ্য বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকরণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর নেতৃত্বে মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা করা হয়।


এসময় সহকারি কর্মকর্তা (ভূমি) ফারুক আল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, ভারপ্রাপ্ত প.প. কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাছান, পিআইও রকিবুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩২টি স্টল অংশ গ্রহণ করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend