শ্রীবরদীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। শেষ দিন শনিবার উন্নয়ন মেলার মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, চিত্রাংকন ও বিভিন্ন স্টল প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলা প্রাঙ্গনে বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে ৩২টি স্টলের মধ্যে প্রতিযোগিতা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, প্রকল্প বাস্তবায়ন অফিসার রকিবুল হাসান, হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ আব্দুর রউফ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উন্নয়ন মেলায় প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, যৌথভাবে ২য় স্থান অর্জন করেন কৃষি অফিস ও স্বাস্থ্য বিভাগ এবং ৩য় স্থান অর্জন করেন ভূমি অফিস ও একটি বাড়ি একটি খামার । এছাড়াও মেলায় অংশগ্রহনকারী সবগুলো স্টলের জন্য শান্তনা পুরস্কার দেওয়া হয়।