শ্রীবরদীতে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহের ফলে মেয়েরা সু-শিক্ষিত হতে পারে না, অল্প বয়সে গর্ভধারণ করে অনেক মেয়েরই মৃত্যু হয়, অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। এ বিষয়ের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্য্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। একই সাথে জাতীয় কন্যা শিশু দিবসও পালিত হয়। ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, জেলা পরিষদ সদস্য আবু জাফর, নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আসাদ্জ্জুামান সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন গ্রাম সমিতির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend