শ্রীবরদীতে ধান ক্ষেতের পোকা দমনে আলোক ফাঁদ
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে ধান ক্ষেতের পোঁকা দমনে একযোগে ৩১টি ব্লকে স্থাপন করা হয়েছে আলোক ফাঁদ পদ্ধতি। ধানের ক্ষতিকর পোকা-মাকড় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ব্যবহৃত আলোক ফাঁদ পদ্ধতি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতিতে যেমন উৎপাদন খরচ বাঁচে তেমনি ধানের উৎপাদনও বৃদ্ধি পায়। বুধবার সন্ধ্যায় ভারেরা ব্লকে আলোক ফাঁদ স্থাপন উৎসব উদ্বোধন করেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক আজিজুর রহমান। কৃষকদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা শাহজাহান কবির, সহকারী কৃষি অফিসার গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, আসাদুজ্জামান, আব্দুল জালিল, সেমকোর সিনিয়র মার্কেটিং অফিসার মাসুদুর রহমান ও কৃষকসহ সর্বস্তরের জনগণ। উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান জানান, আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ফসলের মাঠে অবস্থিত উপকারী ও অপকারী পোঁকা-মাকড় শনাক্তকরণ ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সহজ হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ ৩১টি ব্লকে একযোগে আলোক ফাঁদ উৎসব পালিত হয়েছে।