শ্রীবরদীতে বাড়ির আঙ্গনিায় গাঁজা চাষ: আটক-১
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৬ ফুট লম্বা গাঁজার গাছসহ আরজু মিয়া (৪৩) নামে এক ব্যাক্তিকে আটক করে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। শুক্রবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সরকারদি গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ কারাদন্ড প্রদান দেন।
জানা যায়, সরকারদি গ্রামের আজগর আলী ছেলে আরজু মিয়া (৪৩) বসতবাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ লাগায়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে এস.আই কামরুজ্জামান, এএসআই মোস্তফাফিজুর রহমান ও সংগীয় ফোর্স নিয়ে বিশেষ টাস্কফোর্স অভিযানের ৩য় দিনে সরকারদি গ্রামের আরজু মিয়ার নিজ বসতবাড়ি থেকে ৬ ফুট লম্বা গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা চাষের অপরাধে আটককৃত ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।