শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী

স্টাফ রিপোর্টার:
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হাবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে পালিতি হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বন্যা ও খরা মোকাবেলায় সহনশীলতা শক্তিশালীকরণ (এসসিআরডিএফ-৩) প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় শনিবার সকালে র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান কবির, উপজেলা সহকারী প্রকৌশলী আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজর মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপি ইন্সিটিটিউটশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাঘ্রা, স্কুলের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend