শ্রীবরদীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী
স্টাফ রিপোর্টার:
“টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” এবং “হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ আম চত্বরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারী কমিশনার (ভূমি) ফারুক-আল-মাসুদ, সহকারী প্রকৌশলী মুহা: খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন, আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সপাল আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।