জেএসসি, জেডিসি ও নবম ভোকেশনাল পরীক্ষা: শ্রীবরদীতে পরীক্ষার্থী ৫ সহস্রাধিক
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে জে.এস.সি, জে.ডি.সি ও নবম ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার একশত পয়তাল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ১লা নভেম্বর উপজেলার মোট ৮ টি কেন্দ্রে সকাল ১০.০০ ঘটিকার সময় থেকে জে.এস.সি, জে.ডি.সি ও নবম ভোকেশনাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের অবশ্যই সকাল ৯.৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলায় ৮টি কেন্দ্রে সর্বমোট ৫ হাজার একশত পয়তাল্লিশ জন শিক্ষার্থী এবারের জে.এস.সি, জে.ডি.সি ও নবম ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেব। এর মধ্যে জে.এস.সি পরীক্ষায় ৩ হাজার আটশত পাঁচ জন, জে.ডি.সি পরীক্ষায় ৮ শত আট জন ও নবম ভোকেশনাল পরীক্ষায় ৫৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার জানান, সবগুলো কেন্দ্রে যেন নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক দৃষ্টি রাখবো।