পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের শ্রীবরদীতে বৃক্ষরোপণ অভিযান
স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ব্যাক্তিগত উদ্যোগে জেলার ৪টি উপজেলায় ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ১০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। উক্ত কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের কালীবাড়ী বাজার হইতে কুরুয়াগামী রাস্তার শৈল্যার বন্ধের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় আমলকি, হরতকি, বহেরা, নিম, সোনালু সহ বিভিন্ন প্রজাতির ৩৫০টি ঔষুধী গাছের চারা রোপণ করা হয়।
শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে শৈল্যার বন্ধের এলাকায় বৃক্ষরোপণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা যেমন আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দূর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ওষুধি গাছের গুরুত্ব অভাবনীয়।
শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মনিরুল আলম ভূঞার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নালিতাবাড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গির আলম, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগ সভাপতি আ. কাদির প্রমূখ। এসময় আ’লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।