উন্নয়নের বার্তা ভোটারদের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের সাথে এমপি ফজলুল হকের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দুই বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার বিকেলে শ্রীবরদী পৌরশহরের এমপির বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় নেতাদেরকে ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চাওয়ার আহবান জানান। এসময় উপজেলার ১০টি ইউনিয়ন সহ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক বলেন, গত ১০ বছরে শ্রীবরদী-ঝিনাইগাতী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেরপুর-৩ নির্বাচনী এলাকায় দশ হাজার মেট্রিক টন সারের গোডাউন নির্মাণ কাজ ও শেরপুর-লংগড়পাড়া- শ্রীবরদী বাইপাস সড়ক এবং শ্রীবরদী-ভায়াডাঙ্গা-ঝিনাইগাতী সড়কের উদ্বোধন ঘোষণা করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসন থেকে ফের মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
উপজেলা যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি আ. কাদের, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেম তালুকদার, জেলা পরিষদ সদস্য ও শ্রমিক লীগ সভাপতি আবু জাফর, পৌর কমিশনার হাবিবুল্লাহ হাবি, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান আরজু, ছাত্রলীগ নেতা সুজন প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend