শ্রীবরদীতে শিশুদের প্রস্তুতিমূলক শিক্ষার সমাপনী সমাবেশ
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশের লক্ষে গ্র্যাজুয়েশন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ৩ হতে ৫ বছর বয়সী শিশুদের প্রস্তুতিমূলক শিক্ষার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল। শুরুতেই কেক কেটে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, তাতিহাটি ইউপি সদস্য গোলাম মোস্তুফা ও সাংবাদিক তাসলিম কবির বাবু ও মো. আব্দুল বাতেন প্রমূখ। উপজেলায় পৌরসভা, তাতিহাটি, কাকিলাকুড়া, সিংগাবরনা ও রানীশিমুল ইউনিয়নে শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ কেন্দ্র রয়েছে ১২টি। প্রতি কেন্দ্রে ২৫ জন করে শিশুর জন্যে একজন করে শিক্ষিকা রয়েছে।