বিভেদ ভুলে নৌকার পক্ষে একাট্টা শ্রীবরদী উপজেলা আ’লীগ

স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ঘোষনার পর শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা আ’লীগ এক কাতারে সামিল হয়েছে। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সব দ্বন্দ-বিভেদ ভুলে নেতাকর্মীরা নৌকার পক্ষে একাট্টা। নানা কারণে মান-অভিমান নিয়ে এতদিন যারা আ’লীগ প্রার্থী একেএম ফজলুল হক চানের বিরোধিতা করেছেন তারাও এখন নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মনোনিত প্রার্থী এমপি একেএম ফজলুল হক চান। তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে নৌকা বিজয়ের কোনো বিকল্প নেই। এ জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে বর্ধিত সভায় নৌকার পক্ষে সকলকে কাজ করার উদাত্ত্ব আহবান জানান তিনি।
এসময় সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব শাকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাসানি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াছেক বিল্লাহ বিল্লাল, আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, সদর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোশাইপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজামাল আশিক, গড়জরিপা ইউনিয়ন আ’লীগ সভাপতি সাইফুল আলম, তাতিহাটি ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল হক, রানিশিমুল ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, কেকের চর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দুলাল আল জাহান, ভেলুয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ফখরুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান লাবিনা আকতার লিমা, জেলা আওয়ামী লীগ সদস্য ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলামসহ উপজেলা আ’লীগ সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend