শ্রীবরদীতে বেগম রোকেয়া দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। রোববার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মিনুয়ারা মাহমুদ প্রমূখ।
সভায় পাঁচ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য জয়িতা হিসেবে নির্বাচিত করা করে তাদেরকে সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়। তারা হলেন, সমাজ উন্নয়নে মিনুয়ারা মাহমুদ, শিক্ষা ও চাকরিতে হুনুফা বেগম, নারী নির্যাতনের বিভিষিকা মুছে, সফল জননী লিপি বেগম ও অর্থনৈতিক উন্নয়নে ইনারা বেগম।