শ্রীবরদীতে লিংকেজ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে লিংকেজন নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এইসিএম প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারী কর্মকর্তাবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে শিশু বিবাহের প্রভাব কমিয়ে আনার ক্ষেত্রে ওয়াস ইন স্কুল ব্যবস্থাপনার কার্যক্রম অবহিত করা হয়। লিংকেজ নেটওয়ার্কিং সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন।
এইসিএম প্রজেক্ট কো-অর্ডিনেটর নিরংকুশ চিরানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আ: বারেক, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহার, আবাসিক প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আক্তার, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা সমবায় অফিসার মহিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুল রেজ্জাক মজনু, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসআই আনোয়ার হোসেন, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা, উপজেলা উইলস ফ্যাসিলেটর রতন মানখিন প্রমুখ। এসময় শ্রীবরদী উপজেলায় কারিতাসের বিভিন্ন কার্যক্রম ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।