শ্রীবরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে আগামী ১৯ জানুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজেন অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্রাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহাব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীবরদী এ.পি.পি ইনস্টিটিশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের বিংকস প্রজেক্ট কর্মকর্তা জেমস উজ্জল শিকদার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আ: বাতেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি তাসলিম কবির বাবু, হাসপাতাল জামে মসজিদের ইমাম খাদেমুল ইসলাম প্রমুখ।
এবার শ্রীবরদী উপজেলায় ২৪১টি কেন্দ্র, ৬-১১ মাস পর্যন্ত ৪ হাজার ৩শ ১৬ জন ও ১২-৫৯ মাস পর্যন্ত ৩৩ হাজার ৩শ ২৪জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ডা: অভিজিৎ রায় বলেন, ৬-১১ মাস বয়সী যেসব শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সেসব বাচ্চাদেরকে কেন্দ্রে আনার আগে খাবার খাওয়াবেন, এরপর কেন্দ্রে নিয়ে আসবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend