শ্রীবরদী উপজেলা নির্বাচনে তৃণমূল ভোটে নির্বাচিত আশরাফ হোসেন খোকা
স্টাফ রিপোর্টার:
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ে শ্রীবরদীতে এবারো তৃণমূল ভোটে নির্বাচিত হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। বুধবার সন্ধ্যায় উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত তৃণমূলের ৩০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও তৃণমূল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ’লীগের সদস্য ও খড়িয়াকাজীরচর ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ্ব। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীতা মনোনয়নের নানা দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।
পরে আলোচনা সভায় দলের প্রার্থীতা আহ্বান করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী তৃণমূল ভোটে প্রতিদ্বন্দীতা করে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আশরাফ হোসেন খোকা। ভাইস চেয়ারম্যান পদে ২৯ ভোট পেয়ে উপজেলা আ’লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ হিটলার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ ভোট পেয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি লাবিনা আক্তার লিমা নির্বাচিত হন। এতে ভোটার সংখ্যা ছিল ৬৭ জন।