শ্রীবরদীতে প্রকল্প অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার:
বহু অংশীদার ভিত্তিক প্রক্রিয়া, প্রো-পোর গভর্নেন্স মডেল ও পুষ্টি কার্যক্রম পরিচালনার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ব্লিংস প্রকল্পের অবহিতকরণ সভা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাস্তবায়িত ইনিশোয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করা হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।
প্রকল্প এলাকা ও লক্ষিত জনগোষ্ঠির পুষ্টিমান উন্নয়নে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের ইনিশোয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের (বিআইইএনজিএস) নিউট্রেশন স্পেশালিস্ট এন্টনী বারিকদার। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের এ প্রকল্প উপজেলার ১০টি ইউনিয়নে সরকারের বিভিন্ন বিভাগের সাথে কার্যক্রম পরিচালনা করবে। প্রকল্পের বিভিন্ন দিক তুলে প্রজেক্টরের মাধ্যমে ধারাবাহিক বর্ণনা করেন বিআইইএনজিএস এর জামালপুরের প্রজেক্ট ম্যানেজার আবু সুফিয়ান ও ওয়ার্ল্ড ভিশনের হেলথ নিউট্রিশন ও ওয়াশ রিজিওনাল কো-অর্ডিনেটর ডা. জয়ন্ত নাথ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। নাজনীন আহমেদ ও শিমুল জেংচাম এর উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল বারিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শামীম আহমেদ, কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, কিশোরি ফোরামের সভাপতি মনিরা আকতার প্রমূখ।