শ্রীবরদীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে শাকসবজি, ফল ও পান ফসলে পোকামাকড় এবং রোগবালাই ব্যাবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা’র উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ রেজাউল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির। কৃষক প্রশিক্ষণে দুই শিফটে উপজেলার ৭০ জন কৃষক অংশগ্রহণ করে।