উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীবরদীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়ন পত্র জমা দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান।
এদের মধ্যে চেয়ারম্যানপদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কেকেরচর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা কৃষক লীগের সহসভাপতি পারভেজ সরোয়ার আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ সোহাগ, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, অ্যাডভোকেট এরশাদুল আলম জজ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, এমরুল কায়েস, ফরিদ আহমেদ নিলু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আওয়ামী যুবলীগ নেতা খন্দকার মোহাম্মদ শামীম রানা, গোলাম মোস্তুফা, ফারুক হোসেন শ্যামল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান ও বিএনপি নেতা সাইফুল মালেক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবিনা আকতার লিমা ও জাহানারা বেগম জলি।