শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা
স্টাফ রিপোর্টার:
“বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ।
পরে বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষকদের নিয়ে হলরুম সোমেশ্বরীতে বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয়। মেলায় ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।