শেরপুরের সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার আশরাফুল আজীম
স্টাফ রিপোর্টার:
“প্রতিদিন উঠে নূতন সূর্য, আসে নতুন জীবন, প্রতিদিনিই আমাদের মুক্তিযোদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। জেলা পুলিশের আয়োজনে ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।
মতবিনিময়কালে তিনি বলেন, পহেলা বৈশাখ উৎসবটি এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। শেরপুর জেলা পুলিশের লক্ষ মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলা। এবার আমরা বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। শেরপুরের সাংবাদিকরা সবসময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, পহেলা বৈশাখের দিন জেলা ও উপজেলার মানুষদের সার্বিক নিরাপত্তায় ইতমেধ্যই আমরা বেশ কয়েকটি পয়েন্টে চেকপোষ্ট বসিয়েছি। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে জেলা পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মাঠে কাজ করবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তালপতুফ হোসেন মঞ্জু। পরে সাংবাদিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে মাটির হাঁড়িতে বৈশাখী শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।