শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ভাবে স্কুল ফিডিং চালুর প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে স্কুল ফিডিং চালুর প্রতিশ্রুতি দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। গতকাল শনিবার বিকালে উপজেলার কর্ণঝোড়া এলাকায় মায়ের মাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে ওই প্রতিশ্রুতি দেন। এছাড়াও সহকারী শিক্ষকদের বেতন বৈষ্যম দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তুফার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবির, মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল ইসলাম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন, তাতিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক ফরিদউজ্জামান, জিহাদী নাজির প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২৬ হাজার ১শ ৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এছাড়াও বাকী প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend