শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল ৮শ ৫০জন কৃষক
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে খরিফ-১/২০১৯-২০২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮শ ৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবিরের সঞালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পৌর মেয়র আবু সাঈদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ। এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রণোদনার আওতায় ৮শ ৫০ জন কৃষকদের মাঝে উফশী ধান বীজ ৫ কেজি, ডিএপি ১৫ কেজি, পাটাশ ১০ কেজি করে ধান বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।