শ্রীবরদীতে সততার অঙ্গীকার করলো ছাত্র-ছাত্রীরা

শ্রীবরদীতে সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও সেঁজুতি ধর।

স্টাফ রিপোর্টার:
আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। এ লক্ষকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সততার অঙ্গীকার করেছে সহা¯্রাধিক ছাত্রছাত্রী। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয় ও ইন্দ্রিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অঙ্গীকার করে ছাত্রছাত্রীরা। দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীদের এ অঙ্গীকার করান।
এ সময় দুর্নীতি মুক্ত জীবন গড়তে শপথ নিয়েছে এসব ছাত্রছাত্রীরা। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে শিশুদের সচেতনতা বৃদ্ধি ও সততার আলো ছড়াতে বিক্রেতা বিহীন দোকান দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ইউএনও সেঁজুতি ধর। তিনি বলেন, এ দোকানের বিক্রেতা নেই। ছাত্রছাত্রীরা এ দোকানের ক্রেতা। এ দোকানে প্রত্যেকটি পণ্যের মূল্য তালিকা টানানো রয়েছে। যে কোনো পণ্য নেয়ার সময় নির্দিষ্ট বক্সে মূল্য রেখে যাবে। এখান থেকেই নিজেকে সততার পরিচয়ে গড়ে ওঠবে শিশুরা।
টেংগ[পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ।
ম্যানেজিং কমিটির সদস্য মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কোথাও দুর্নীতি হলে ফ্রি হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে জানাতে পারবে। অপরদিকে বিকালে ইন্দ্রিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের সভাপতিত্বে ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ছৈয়দুর রহমান, আব্দুল কাদির, ময়নুল হক বিএসসি, নুরল ইসলাম, হাশেম আলী প্রমূখ। পৃথক দুটি সভায় সহা¯্রাধিক ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend