উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও কারিতাস সামর্থ্য প্রকল্পের অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের নালিতাবাড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও কারিতাস সামর্থ্য প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও কারিতাস সামর্থ্য প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, কারিতাস সামর্থ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. বিকাশ ঘাঘ্রা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ্ব, সুশীল সমাজের নেতৃবৃন্দ¦ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ইউএনও আরিফুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি কমাতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা তাই স্ব স্ব ক্ষেত্রে আমাদের প্রত্যেকেই নিজেদের সচেতনতার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে। তাই দুর্যোগ ঝুকি কমাতে কারিতাস সামর্থ্য প্রকল্পকে সকলের সহযোগিতা করতে হবে।
কারিতাসের সামর্থ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. বিকাশ ঘাগ্রা বলেন, নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দুর্যোগ ঝুকি হ্রাসের জন্য ৯ টি ওয়ার্ডে জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপন এবং ঝুঁকি হ্রাসের কর্মপরিকল্পনা প্রনয়ণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে (ইউডিএমসি) সার্বিক সহযোগিতা সহ প্রকল্পের প্রধান কার্যক্রম সম্পর্কে সার্বক্ষনিক তদারকি করা হয়।