শ্রীবরদীতে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে লাইসেন্স বিহীন ও অবৈধভাবে গড়ে ওঠা করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ও সিংগাবরুনা এলাকায় অবস্থিত ৩টি অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করাত কলের বিভিন্ন মালামাল জব্দ করেন। এসময় উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ধন বাদশার করাত কলের ১টি হুইল, ১টি টেবিল, ১টি স্টেন, কাকিলাকুড়া ইউনিয়নের পলাশ মিয়ার করাত কলের ১টি প্লেট এবং খামারপাড়া এলাকার ঈদু মিয়ার করাত কলের ১টি হুইল, ১টি প্লেট ও বন বিভাগের রিজার্ভের ৪ টুকরা কাঠ জব্দ করেন।