শ্রীবরদীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষে ২৬ টাকা কেজি দরে ৭ শত ১১ জন কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা হবে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৭ শত ১১ জন কৃষকের বিপরীতে ৭ শত ১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। উল্লেখ্য উপজেলায় ৭ শত ১১ মেট্রিক টন ধান ক্রয়ের বিপরীতে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ৭ শত ৭০ জন কৃষক উপজেলা কৃষি অফিসে আবেদন করেন।