শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেমাই কারখানা ও বেকারীতে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে এ জরিমানা আদায় করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার আল-আমিন বেকারী থেকে ৫ হাজার টাকা ও কলেজ মহল্লায় এবং তাতিহাটি এলাকায় অবস্থিত ২টি সেমাই কারখানা থেকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান এ প্রতিনিধিকে বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য দ্রব্য তৈরির দায়ে বেকারী সহ ২টি সেমাই কারখানা থেকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।