শ্রীবরদীতে সিডস-এসএফ প্রকল্পের অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ সামাজিক উন্নয়ন (সিড্স এস-এফ) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস সিডস্ এসএফ প্রকল্প শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আর্ত মানবতার সেবার লক্ষ নিয়ে কারিতাস বাংলাদেশ ষ্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ও রানীশিমুল ইউনিয়নের ৪ শত ৫০টি পরিবারকে সাথে নিয়ে ৫ বছর ব্যাপি কাজ করবে। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
সুফল-২ এর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডস্-এসএফ প্রকল্পের শ্রীবরদী উপজেলা কো-অর্ডিনেটর সত্যজিৎ মৃ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সরকার নাছিমা আখতার, ময়মনসিংহ অঞ্চলের ইকো-ইনক্লুজন কর্মসূচি কর্মকর্তা ওসমান গণি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমূখ।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।