শ্রীবরদীতে কালবের নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি হেলাল, সম্পাদক নাফিউল

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শ্রীবরদী সরকারি কলেজের হলরুমে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আমান উল্লাহ হেলাল । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান চেয়ার প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকে ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: নাফিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রমিজ উদ্দিন দেয়াল ঘরি প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হালিম মোটরসাইকেল প্রতীকে ২০২ ভোট, সদস্য পদে মঞ্জুরুল ইসলাম তলোয়ার প্রতীকে ১৬৯ ভোট ও তাহমিনা হক সেলাই মেশিন প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, উপজেলা শিক্ষক কর্মচারি কোÑঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ৩১৭ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা সমবায় অফিসের পরিচালক রুকুনুজ্জামান, সদস্য হিসেবে আমির হোসেন ও সারোয়ার জাহান দায়িত্ব পালন করেন। অপরদিকে শ্রীবরদী সরকারি কলেজের আরেক হলরুমে কালবের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কালবের ব্যবস্থাপক পিযুষ কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবের অন্ত:বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম মুসফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মহিবুর রহমান। বক্তব্য রাখেন কালবের জেলা ব্যবস্থাপক সোলায়মান, অন্ত:বর্তীকালীন সদস্য ইয়াছমিন বিউটি, জাহাঙ্গির আলম প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend