শ্রীবরদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
স্থানীয় পর্যায়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ.এইচ.এম লোকমান। এসময় তিনি এসডিজি বাস্তবায়নে সবাইকে সততার সাথে কাজ করতে আহ্বান জানান।
সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ রহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীলসমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত অতিথিবৃন্দ ৫টি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সূচক নিয়ে প্রতিবেদন তৈরি করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend