শ্রীবরদীতে কলেজ পর্যায়ে পাশের হার ৫০ শতাংশ, মাদ্রাসা পর্যায়ে ৭৪.৬৫ শতাংশ; জিপিএ ৫ পেয়েছেন ৩ জন!
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী উপজেলায় এইচ.এস.সি পরীক্ষায় কলেজ পর্যায়ে পাশের হার ৫০ শতাংশ এবং মাদ্রাসায় পাশের হার ৭৪.৬৫ শতাংশ। উপজেলায় ৫টি কলেজ এবং ৭ টি মাদরাসা থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৯৬৭ জন ও অকৃতকার্য হয়েছেন ৭৫৮ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৩ জন (শ্রীবরদী সরকারি কলেজ থেকে ২ জন, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ থেকে ১ জন)।
উচ্চ মাধ্যমিক পরিক্ষায় কলেজ পর্যায়ে শ্রীবরদী সরকারি কলেজ থেকে ১০২৯ জন পরীক্ষার্থীর মাঝে উত্তীর্ণ হয়েছেন ৫৫৪ জন, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ থেকে ১৪২ জন পরীক্ষার্থীর মাঝে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন, কাকিলাকুড়া মালেকুন্নেছা হযরত আলী কলেজ থেকে ১১৯ জন পরীক্ষার্থীর মাঝে ৫০ জন, আইডিয়াল কলেজ থেকে ২ জন পরীক্ষার্থীর মাঝে ১ জন ও ভারেরা এস.পি স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থীর মাঝে ১ জন কৃতকার্য হয়েছেন। অপরদিকে মাদরাসা পর্যায়ে শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ১৪৬ জন পরীক্ষার্থীর মাঝে ১০৯ জন, ফতেহপুর এসএফএমকে ফাজিল মাদরাসা থেকে ১০২ জন পরীক্ষার্থীর মাঝে ৭৮ জন, কাকিলাকুড়া ফাজিল মাদরাসা থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মাঝে ৫৭ জন, ভটপুর ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ৩৩ জন পরীক্ষার্থীর মাঝে ২৩ জন, ভেলুয়া এম.কে আলিম মাদরাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মাঝে ৩১ জন, কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে ২০ জন পরীক্ষার্থীর মাঝে ১৫ জন এবং ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদরাসা থেকে ১৮ জন পরীক্ষার্থীর মাঝে ৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।