শ্রীবরদীতে সেতুর সংযোগ সড়কে ধস

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে কয়েক দিনের অবিরাম ভারি বর্ষণে কর্ণঝোড়া-ভায়াডাঙ্গা সড়কের সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে। উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাটিফাটা গ্রামের ঢেউফা নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে গর্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। এতে করে কর্ণঝোড়া থেকে ভায়াডাঙ্গা যাবার একমাত্র রাস্তাটিতে বন্ধ হয়ে গেছে মিনি ট্রাক, সিএনজি, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনের চলাচল। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসীসহ বহিরাগত যাত্রী সাধারণ। ভূক্তভোগীদের দাবী উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে যাতায়াত ব্যবস্থা সচল হবে।
জানাযায়, গত কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণের ফলে কর্ণঝোড়া-বড়ইকুচি-ভায়াডাঙ্গা সড়কের উপর নির্মিত সেতুটির সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে। এতে করে ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক বিভিন্ন যানবাহন চলাচল করে। বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌছাতে হচ্ছে এলাকাবাসীদের। পথচারী ও চালকদের সতর্ক করতে বাশের খুঁটিতে লাল কাপড়ের পতাকা সাটানো হয়েছে। সংযোগ সড়কটি ধসে পড়ায় কর্ণঝোড়া থেকে কাকিলাকুড়া বাজার হয়ে ভায়াডাঙ্গাগামী যানবাহন চলাচল করতে হচ্ছে। এনিয়ে কথা হলে পথচারী নয়ন, জুয়েল, হাসেম জানান, কয়েকদিন আগে সেতুর সংযোগ সড়কটি ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরণের ক্ষতি হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি এবং এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এছাড়াও আপাতত যানবাহন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend