শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জেলা পুলিশের উদ্যোগে বন্যা কবলিত লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের পানিবন্দি লক্ষীডাংগী গ্রামসহ কয়েকটি গ্রামের শতাধিক মানুষের মাঝে ব্যাগ ভর্তি চিড়া, গুড় ও মুড়িসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিবিআই জামালপুর এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, এএসপি সার্কেল জাহাঙ্গির আলম, ষ্টাফ অফিসার লিলি, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান শরিফ, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, এসএটিভি’র জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।