শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার:
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে উপজেলার মৎস্য চাষীদের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে মৎস্য চাষীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে পুরস্কার দেওয়া হয়।
এসময় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীরা।
উল্লেখ্য গত ১৮ জুলাই শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক চান জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। সমাপনী দিনে সফল চাষী হিসেবে মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য দহেরপাড় গ্রামের জিকির, পাবদা-গুলশা-শিং চাষের জন্য রানীশিমুল গ্রামের আল মামুন এবং কার্প মিশ্র চাষের জন্য কাকিলাকুড়া গ্রামের বুলবুলকে পুরস্কৃত করা হয়।