গুজব রোধে শ্রীবরদীতে জেলা পুলিশের ইমাম সমাবেশ
স্টাফ রিপোর্টার:
দেশে চলমান গুজব রোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের আয়োজনে শেরপুরের শ্রীবরদীতে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “গুজবে কান দিবেন না, আইনকে নিজের হাতে তুলে নিবেন না” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শ্রীবরদী থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ এ সভায় অংশ গ্রহণ করেন।
এসময় কাজী আশরাফুল আজীম বক্তব্যে বলেন, ছেলে ধরা বিষয়টি সম্পুর্ণ গুজব। গুজব রটনাকারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে পুলিশে খবর দিবেন অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করবেন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপ-পরিদর্শক শফিকুল ইসলাম, মার্কাজ মসজিদের ইমাম মাও: মো. সফির উদ্দিন, চাউল হাটি মসজিদের ইমাম মাও: মো. আব্দুল আজিজ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাও: মো. মাহমুদুল হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় পাঁচ শতাধিক ইমাম ও মোয়াজ্জিম উপস্থিত ছিলেন।