শ্রীবরদীতে ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে সারা দেশের ন্যায় শ্রীবরদীতে একযোগে মশক নিধনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছনতার লক্ষে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান।
এসময় উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে কর্মকর্তা-কর্মচারীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান বলেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় বিভিন্ন এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ক্রাশ প্রোগ্রামে উপসস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নামজুল হাছান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend