শ্রীবরদীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচতনতা সৃষ্টির লক্ষে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান। দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে তিনি দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেন। এসময় বিভিন্ন দোকান থেকে পলিথিন জব্দ করেন এবং পলিথিনের ব্যবহার না করতে দোকান মলিকদের সতর্ক করে দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান বলেন, পলিথিন শপিং ব্যাগ ও পলিথাইলিন সামগ্রীর ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। পলিথিন সামগ্রী উৎপাদন, মজুদ, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন আইনের লঙ্ঘন। পলিথিন ব্যাগ রাখায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বিভিন্ন দোকান মালিক ও সাধারন জনগণকে সচেতন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com