শ্রীবরদীতে ২ শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে চলতি খরিপ-২/২০১৯-২০ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ২ শত প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীবরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও সাত বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাছানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, কৃষি সম্প্রসারন অফিসার একেএম শাহজাহান কবির, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দসহ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় উপজেলার ২ শত কৃষকের প্রত্যেকের মাঝে মাসকালাই বীজ ৫ কেজি, পটাশ ৫ কেজি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।