শ্রীবরদীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার:
“সাক্ষরতা অর্জন করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরক্ষরতা দূরীকরণে শেরপুরের শ্রীবরদী উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরীপ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রত্যয় এনজিওর বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নিয়ন্ত্রণাধীন এই মৌলিক সাক্ষরতা প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। তিনি বক্তব্যে বলেন, নিরক্ষরতা দূরীকরণে বর্তমান সরকার এই মৌলিক সাক্ষরতা প্রকল্প হাতে নিয়েছে। নিরক্ষর জনসাধারনকে অক্ষরজ্ঞান সম্পন্ন কতে তুলতে সকল শ্রেনি পেশার জনগনের সমন্বয়ে সরকারের এই কার্যক্রমকে সফল করে তুলতে হবে। পাশাপাশি এ প্রকল্পের শিক্ষক নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
অবহিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। মৌলিক সাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বিষয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান কার্যালয়ের সিষ্টেম এনালিষ্ট মোর্শেদা বেগম, প্রত্যয়ের নির্বাহী পরিচালক রোকেয়া জাহান রেবা।
অনুষ্ঠানের শুরুতেই সাক্ষরতা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সৈয়দ মোক্তার হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহার, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল।
এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাক্ষরতা প্রকল্পের জরীপ কর্মিগণ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend