শ্রীবরদীতে ভ্রম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কর্ণঝোড়া ও বালিজুরি এলাকায় এ অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কর্ণঝোড়া এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বালিজুরি এলাকা থেকে এক ট্রলি অবৈধ বালু জব্দ ও অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রলি মালিক গোলাপ জামাল ভুইয়ার কাছ থেকে ওই ১০ হাজার টাকা জারিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, জেলা প্রশাসন থেকে কোন বালুমহল ইজারা দেওয়া হয় নাই। নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে এবং বালু পরিবহনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।