শ্রীবরদীতে শিক্ষকদের নিয়ে আইসিটি উন্নয়নে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:
আইসিটি উন্নয়নের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের মাল্টিমিডিয়া কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। তিনি বলেন, আগামিকাল থেকে ল্যাপটপ ও প্রজেক্টের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করতে হবে।এর পাশাপাশি সাড়ে ৯ টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকদের থাকতে হবে। যে সকল শিক্ষক এ নির্দেশনা মানবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি জেলা শিক্ষা অফিসার নুর আলম ভূঞা ও নুর আলম মৃধা প্রমূখ। এসময় দুই শিফটে ৩শ জন শিক্ষক আইসিটি উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্ধুদ্ধকরণ সভায় অংশ গ্রহণ করেন।