শ্রীবরদীতে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে হেল্থ ক্যাম্প

স্টাফ রিপোর্টার:
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, পৌর কাউন্সিলর সেলিম মিয়া। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ পৌর কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ। হেল্থ ক্যাম্প কর্মসূচীতে শ্রীবরদী পৌরসভার ৪শত উপকারভোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend