শ্রীবরদীতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়
স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও নির্বিঘেœ পালনের লক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে শ্রীবরদী থানা পুলিশ। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীবরদী থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালকুদার এবং ওসি (তদন্ত) বন্দে আলী।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই এই অনুষ্ঠান দেখতে যায়। যেকোন বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে শ্রীবরদী থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মাঠে কাজ করবে।
এসময় এসআই আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ৯টি পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।