শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে উপজেলা ভূমি অফিসের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ও শেরপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নে পৌর শহরের কাচারী মসজিদ সংলগ্ন ভবন চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের নব-নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারি কমিশনার ভূমি মঞ্জুর আহসান, শেরপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এফ.এম আশ্রাফুল আউয়াল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, আ’লীগ নেতা সালাহ উদ্দিন ছালেম, আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রোপন প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র মতে ১ হাজার ৫শ ৮০ স্কয়ার ফিটের ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির প্রথম পর্যায়ে ২ তলা পর্যন্ত নির্মিত হবে। ভবনটি নির্মাণ ব্যায় ২ কোটি ১১ লক্ষ টাকা।