শ্রীবরদীতে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার:
পলিথিন ব্যাগ প্রদর্শন, ক্রয়-বিক্রয় ও বাজারজাত থেকে বিরত রাখতে এবং পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরনের লক্ষ্যে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে পৌর শহেরর বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান।
এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও পলিইথাইলিন সামগ্রীর রাখার দায়ে ৪টি দোকান থেকে ৩ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের সচেতন করেন যে, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এইরূপ সামগ্রী উৎপাদন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরন আইনের লঙ্ঘন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এসআই খোরশেদ প্রমুখ।