শ্রীবরদীতে ক্ষমতায়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কৃষক পর্যায়ে উন্নতমানের কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি পণ্য উৎপাদন ও মান উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান।
ক্ষমতায়ন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর উজ্জল কুমার দত্ত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা সমবায় কর্মকর্তা মহিব্বুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. ইউনুস আলী, উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল হাসান দুলাল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
কৃষিপণ্য উৎপাদন ও মান উন্নয়নের লক্ষ্যে ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে কৃষক সমিতিকে শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলা কৃষিপণ্য এসোসিয়েশন সমিতির প্রান্তিক দলের প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।