শ্রীবরদী থানা’র ওসি রুহুল আমিন জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার বিকালে শেরপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশ লাইন প্রাঙ্গণে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর স্বাক্ষরিত ক্রেষ্ট ও সম্মাননা স্মারক শেরপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজ ড. মো: আক্কাছ উদ্দিন ভূঁঞা। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজ ড. মো: আক্কাছ উদ্দিন ভূঁঞা বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণকে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজের বহুবিধ সমস্যা সমাধানে সম্পৃক্ত করে পুলিশ ও জনগণের পারস্পারিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর ও টেকসই গণমুখী পুলিশী ব্যবস্থা গড়ে তোলতে হবে। তবেই কুমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. ওয়ারেজ নাঈম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতিক বার সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধী মহলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন হচ্ছে কমিউনিটি পুলিশিং। শ্রীবরদী থানায় যোগদানের পর থেকেই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যান্তিকভাবে কাজ করতে হবে। তাহলেই একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব।

তাসলিম কবির বাবু, শ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি, মোবাইল: ০১৭১৫৮১৪৯৮৫, মোবাইল: ২৭-১০-২০১৯

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend