শ্রীবরদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুলতানা আঞ্জুমান আরা খানম, সুমন চন্দ্র দেবনাথ, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শাফকাত মাহমুদ, বৈজ্ঞানিক কর্মকর্তা হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। পরে পরিষদ মাঠে প্রদর্শনীতে স্থাপিত স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পায়।